জিএমপি‘র সদর থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার 130 0
জিএমপি‘র সদর থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার
আশিকুর রহমান:
গাজীপুর মেট্রোপলিটন(জিএমপি)'র সদর থানায় দশ'হাজার পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। বুধবার(১৫ সেপ্টেম্বর) সদর থানাধীন ভোড়া এলাকার 'বায়তুল মনির জামে মসজিদের' সামনে ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের,চা বাগান বাঁশতলা গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সোহেল(৩৮) ও নগরের ৩১নং ওয়ার্ডের, ভারারুল জামতলা গ্রামের মোঃ তারা মিয়ার ছেলে মোঃ আব্দুল মোমেন(২৮)।
পুলিশ জানায়, জিএমপি'র অপরাধ(উত্তর) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ এর নেতৃত্বে সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এলাকার ভোড়া আফছুর দোকান সংলগ্ন বায়তুল মনির জামে মসজিদের সামনে থেকে দশ' হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময়,মাদক কারবারীদের ব্যবহৃত টয়োটা এক্সিও ব্যান্ডের একটি গাড়িসহ আটক করে পুলিশ।